Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প‌রি‌বেশ অ‌ধিদপ্তর কর্তৃক বাস্তবা‌য়িত "‌প্রোগ্রাম্যা‌টিক সি‌ডিএম- ২য় পর্ব প্রকল্পের আওতায় ব্রাহ্মণবা‌ড়িয়া পৌরসভার ছয়বা‌ড়িয়া এলাকায় নি‌র্মিত ক‌ম্পোস্ট প্ল্যান্ট ও প্লা‌স্টিক বর্জ্য হ‌তে তরল জ্বালানী উৎপাদন প্ল্যান্ট শুভ উ‌দ্বোধন
বিস্তারিত
প‌রি‌বেশ অ‌ধিদপ্তর কর্তৃক বাস্তবা‌য়িত "‌প্রোগ্রাম্যা‌টিক সি‌ডিএম- ২য় পর্ব প্রকল্পের আওতায় ব্রাহ্মণবা‌ড়িয়া পৌরসভার ছয়বা‌ড়িয়া এলাকায় নি‌র্মিত ক‌ম্পোস্ট প্ল্যান্ট ও প্লা‌স্টিক বর্জ্য হ‌তে তরল জ্বালানী উৎপাদন প্ল্যান্ট  ২০ মার্চ, ২০২৩ তা‌রিখ শুভ উ‌দ্বোধন ও পৌরসভার নিকট হস্তান্তর করা হয়। উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মাননীয় এম‌পি জনাব র আ ম উবায়দুল মোকতা‌দির চৌধুরী এবং বি‌শেষ অ‌তি‌থি ড. আবদুল হা‌মিদ, মহাপ‌রিচালক (গ্রেড- ১), প‌রি‌বেশ অ‌ধিদপ্তর। 
আরও উপ‌স্থিত ছি‌লেন জনাব মো: জিয়াউল হক মীর, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক(‌শিক্ষা); প্রকল্প প‌রিচালক, জনাব মো: আবুল কালাম আজাদ; প‌রি‌বেশ অ‌ধিদপ্তর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার উপ‌রিচালক, জনাব মো: খা‌লেদ হাসান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: আ: কুদদূস। 
৫ কো‌টি টাকা ব্য‌য়ে নি‌র্মিত এ ক‌ম্পোস্ট প্ল্যান্টে দৈ‌নিক ১২ মে‌ট্রিক টন জৈব বর্জ্য হ‌তে প্রায় ৫০০ কে‌জি জৈব সার উৎপাদন হ‌বে এবং ৫ টন গ্রীনহাউজ গ্যাস নির্গমণ হ্রাস হ‌বে। এছাড়াও প্ল্যান্ট‌টি দৈ‌নিক গ‌ড়ে ১ টন প্লা‌স্টিক ও প‌লি‌থিন হ‌তে প্রায় ৫০০ লিটার অপ‌রি‌শো‌ধিত তরল জ্বালানী উৎপাদন কর‌তে সক্ষম।
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/03/2023
আর্কাইভ তারিখ
31/12/2023