পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ১৮.০১.২০২৩ তারিখে শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন বিক্রি করার উদ্দেশ্যে মজুত রাখার দায়ে ৪ টি দোকানকে ৪ টি মামলায় মোট ৩৪ টি হাইড্রোলিক হর্ন ও ৪ টি হর্ন সেট জব্দ করে বিনষ্ট করা হয়। দোকানের মালিকদেরকে হাইড্রোলিক হর্ন বিক্রি না করার জন্য সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়। এ সময়ে বাজার এলাকায় প্রায় ৮০টি টি শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার বিভিন্ন যানবাহনে সেটে দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস