পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতয় ২৭ জুলাই ২০২৩ তারিখে জেলার সদর উপজেলায় জগত বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে মেটি ৫০,০০০/= টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব গোলাম মোস্তাফা মুন্না । পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস