৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে "প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে - ব্রাহ্মণবাড়িয়া জেলার নিউমার্কেট এ উন্মুক্ত স্থানে সকাল ১০:৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত জেলা প্রশাসক জনাব মো: শাহগীর আলম। সভাপতিত্ব করেন সন্মানিত মেয়র মিসেস নায়ার কবির এবং স্বাগত বক্তব্য দেন জনাব মো: খালেদ হাসান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, জেলার সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রধান নির্বাহী কর্মকর্তা-ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও উপজেলা নির্বাহী অফিসার(সদর) ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী, হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টার এবং এনজিও প্রতিনিনিধিবৃন্দ, কাউন্সিলবৃন্দ, চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দ, আনন্দবাজার, সড়কবাজার ও নিউমার্কেটের ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস