Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
Details

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ১৮.০১.২০২৩ তা‌রিখে শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন বিক্রি করার উদ্দেশ্যে মজুত রাখার দায়ে ৪ টি দোকানকে ৪ টি মামলায়  মোট ৩৪ টি হাইড্রোলিক হর্ন ও ৪ টি হর্ন সেট জব্দ করে বিনষ্ট করা হয়। দোকানের মালিকদেরকে হাইড্রোলিক হর্ন বিক্রি না করার জন্য সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়। এ সম‌য়ে বাজার এলাকায় প্রায় ৮০টি টি শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার ‌বি‌ভিন্ন যানবাহ‌নে সে‌টে দেয়া হয়।

Images
Attachments
Publish Date
18/01/2023
Archieve Date
23/01/2024