Title
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫
Details
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সকাল ১০.৩০টায় জেলা প্রশাসকের কার্যালয় আলোচনা সভা শুরু হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ নয়ন মিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এহতেশামুল হক, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া | সভায় সভাপতিত্ব করেন জনাব মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া।