Title
১৯/০৬/২০২৫ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
Details
১৯/০৬/২০২৫ খ্রিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট : কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ
উদ্যেগে ১৯/০৬/২০২৫ খ্রিঃ তারিখে শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৩ টি পরিবহনকে ০৩ টি মামলায় মোট ১,৫০০/= টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে ৬টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয় এবং একইসাথে প্রায় ১৫ টি বাস/ট্রাক/অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব শুভাগত সরকার বর্ণ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব বদরুন্নাহার সীমা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।